পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

ফেলে দেয়া জিনিস থেকে বানিয়ে নিন টেবিল ফ্যান



ফেলে দেয়া কিংবা পুরনো বাতিল জিনিসপত্র ঘরের বোঝা। কিন্তু এই বাতিল জিনিস থেকেই বানিয়ে নিতে পারেন টেবিল ফ্যান। আর বানানোর প্রক্রিয়াটাও সহজ। হাতের কাছেই মেলে এই উপকরণ।


যা যা লাগবে  
পুরনো প্লাস্টিকের বোতল
ছুরি/কাঁচি
মোমবাতি
মোটর
ব্যাটারি
যেভাবে করবেন
প্রথমে বড় একটা প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে নিন। এরপর বোতলের ছিপি যে অংশ কাঁচি দিয়ে কেটে তিন পাখা বানান। (ভিডিও দেখে নিন)। পাখাগুলো বাকিয়ে নিন। মোমবাতি জ্বালিয়ে পাখাগুলো নির্দিষ্ট শেপে আনুন।এরপর ছিপির মাঝ বরাবর ফুটো করুন। এই ফুটো ছোট্ট একটা মোটর বসান। ককশিটকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। কিংবা আপনার প্রয়োজন মত যেকোনো স্ট্যান্ডে বাসাতে পারেন এই মোটরটি। এবার তিন থেকে ছয় ভোল্টের ব্যাটারি সংযোগ দিয়ে গায়ে লাগান ঠাণ্ডা বাতাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন