পৃষ্ঠাসমূহ

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

পেকুয়ায় লবন চাষির কাছে থেকে চাঁদা দাবি, ৫জনের বিরুদ্ধে মামলা


পেকুয়ায় এক লবন চাষির কাছ থেকে চাঁদাদাবি করছে দুর্বৃত্তরা। খরিদ সম্পত্তির মালিকের কাছ থেকে চাঁদাদাবি করায় জড়িতদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন ওই লবন চাষি। এদিকে ১একর ২৮শতক জমি নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। চলতি লবন মৌসুমে জমির দখল আধিপত্য নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধকে কেন্দ্রকরে দু’পক্ষ বহিরাগত লোকজন জড়ো করে। ঘটনাটি ঘটেছে উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকায়।

দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে মগনামা মৌজার বিএস ৭২৬ খতিয়ানের আন্দরে ১একর ২৮শতক জমির খরিদসুত্রে মালিক মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার ছব্বির আহমদের দু’ছেলে হাজ্বি নজরুল ইসলাম ও জহিরুল ইসলাম। বিগত ২০১২সালে ওই জমি একই ইউনিয়নের বহদ্দার পাড়া এলাকার মো.আলমের কাছ থেকে খরিদ করেন। ওই সময় থেকে লবন ও মৎস্য চাষ চালিয়ে আসছেন তারা।
সম্প্রতি লবন মৌসুম শুরু হলে একটি চক্র নানা ভাবে হয়রানিসহ মোটা অংকের চাঁদাদাবি করে। জানা গেছে ওই চক্র গত কয়েকদিন আগে নজরুলের চাষাদের দু’লাখ টাকা চাঁদা না দেয়ায় জমি থেকে বিতাড়িত করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
এদিকে নজরুল ইসলাম বাদি হয়ে গত ২২ডিসেম্বর চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি সিআ্র মামলা দায়ের করেন। যার নং-১২১৪/১৫। ওই মামলায় মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকার মৃত.জাবের আহমদের ছেলে জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, বদিউল আলমের ছেলে মোকতার আহমদ, জাকের আহমদ ও গিয়াস উদ্দিনকে আসামি করা হয়েছে। এছাড়া আরো ৩-৪জনকে অজ্ঞাত আসামি করে।
জানা গেছে আদালত ওই মামলাটি আমলে নিয়ে পেকুয়া থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করতে নির্দেশ দেন। নজরুল ইসলাম জানিয়েছেন ওই চাঁদাবাজ চক্ররা আমাকে পথে ঘাটে চাঁদার দাবিতে হয়রানি করছে। গত দু’দিন আগে পেকুয়া বাজারে একটি চায়ের দোকানে তারা আমার কাছ থেকে প্রকাশ্যে চাঁদাদাবি করছে।
জহিরুল ইসলামের বড় ভাই সিরাজুল ইসলাম জানিয়েছেন ওই সম্পত্তি মগনামা জমিদার বাড়ির তোফাইল চৌং গংদের। প্রায় ২০-৩০বছর ধরে আমার ভাই চাষা হিসেবে ওই জমি দেখাশুনা করছে। এগুলো মিথ্যা। মামলা দিয়ে হয়রানি করছে তারা।




রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

পেকুয়ার গ্রামীন সড়কগুলো ইয়াবা পাচারে নিরাপদ


কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামীন সড়কগুলো দিয়ে নিরাপদে ইয়াবা পাচার হয়ে আসছে বলে গোপন সূত্রের খবর। প্রশাসনের নজরদারী না থাকায় ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট চকরিয়া বরইতলি রাস্তা মাথা হয়ে পেকুয়া পর্যন্ত পৌছে দেয়। পরে পেকুয়ার ব্যবসায়ীরা গ্রামীন সড়কগুলো ব্যবহার করে নিরাপদে চট্রগামের ব্যবসায়ীদের কাছে পৌছে দেয়। এমনকি পেকুয়াও খুচরা হিসাবে তারা বিক্রি করে থাকে। এ কারণে উঠতি বয়সের ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে আর অভিবাভকরা রয়েছে আতংকে।
ূত্রে জানা গেছে, মিয়ানমারে বাণিজ্যিকভাবে উৎপাদিত ইয়াবা চকরিয়া বরইতলি হয়ে পেকুয়া, মিয়ানমার থেকে সাগর পদে কুতুবদিয়া চ্যালেন হয়ে পেকুয়ায় নিয়ে আসে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। পরে বিভিন্ন এলাকায় পাচারের পাশাপাশি খোলামেলা বাজারজাত করছে তারা। যার কারণে নাগালে পাওয়ার সুবাদে ইয়াবা আসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের টেকপাড়া, সিকদার পাড়া, মাতবর পাড়া, মৌলভী পাড়া, রাজাখালী পালাকাটা, সুন্দরী পাড়া, টইটং ও মগনামা ইউনিয়নের কাজি মার্কেট ও লঞ্চঘাট এলাকার ৪/৫জন ব্যক্তিসহ অন্তত ৩০ ব্যেক্তি মরণব্যধি মাদক ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
একটি সিন্ডিকেট হাতবদলের মাধ্যমে বরইতলি হয়ে পেকুয়ার সীমান্ত পহরচাঁদা মাদ্রাসা, বহদ্দকাটা হয়ে পেকুয়ার সীমান্তব্রীজ বাঘগুজরা পর্যন্ত পৌছে দেয়। এরপর পেকুয়ার ব্যবসায়ীরা প্রত্যন্ত এলাকায় খোলামেলা বিক্রি করার পর এবিসি সড়ক হয়ে চট্রগ্রাম, রাজাখালী আরবশাহ বাজার সড়ক হয়ে বাঁশখালীর সিন্ডিকেট ব্যবসায়ীদের কাছে পৌছে দেয়।
এমতাবস্থায়, আইন প্রয়োগকারী সংস্থা আন্তরিক না হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ও সামাজিক জীবন ব্যবস্থার বেহাল পরিণতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিয়া মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান, আমি যোগদান করার পর থেকে মাদক ও মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। তারপরও কেউ যদি এ অসাধু ব্যবসায় জড়িত থাকে তারাও পার পাবেনা।

লোকালয়ে ঢুকে কৃষকের সবজি ক্ষেত ধ্বংস করল বন্যহাতি


কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে পথ ভুলে গিয়ে একটি বাচ্চাসহ দুটি বন্যহাতি ঢুকে পড়েছে লোকালয়ে। এসময় দিকবিদিক ছুটাছুটি করতে গিয়ে গুড়িয়ে নষ্ট করে দিয়েছে এলাকার অন্তত ৮কৃষকের লক্ষাধিক টাকার সবজি ক্ষেত। গতকাল শনিবার ভোররাতে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের দক্ষিন সিকদারপাড়া মুন্সিরবিল এলাকায় ঘটেছে এ ঘটনা। সকালে দিনের আলো ফুটে উঠলে হাতি দুটি দেখতে বিলের আনা-কানাছে ভিড় লেগে যায় উৎসক নারী-পুরুষের। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁেছ উৎসুক জনতাকে বারবার নিবারুন করেন। পরে বিকেলের দিকে বনকর্মীরা ফাঁকা গুলি বর্ষণ করে বিল থেকে হাতি দুটি সরিয়ে নিতে সক্ষম হন। তবে প্রথমবারের মতো গ্রামীণ লোকালয়ে বন্যহাতি ঢুকে পড়ার কারনে ওই এলাকার লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, শনিবার ভোরে দক্ষিন সিকদারপাড়া মুন্সিরবিলের জমিতে ফুলকপি উত্তোলন করতে যায় কয়েকজন কৃষক। ওইসময় তাঁরা দেখতে পান একটু পশ্চিম দিক থেকে দুটি হাতি ক্ষেতের দিকে আসছে। ওইসময় তাঁরা পালিয়ে গিয়ে ঘটনাটি স্থানীয় লোকজনকে অবহিত করেন। ইউপি চেয়ারম্যান বলেন, এরপর তিনি ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নির্দেশে ফাসিয়াখালী রেঞ্জের বনকর্মী ও মাতামুহুরী পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে ফাঁকা গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে বন্যহাতি দুটি সরিয়ে নিতে সক্ষম হন বনকর্মীরা।
স্থানীয় কৃষক খোরশেদ আলম জানান, হাতি দুটি রাতভর তার টমেটো ক্ষেতের উপর হাটাহাটি করে। ফলে ক্ষেতের বেশির ভাগ ফসল নষ্ট করে দিয়েছে। এতে তার অন্তত ২০হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। তার মতো একই সময়ে এলাকার কৃষক রশিদ আহমদ, রুহুল কাদের, আমির হোসেন, এনাম মিয়াসহ আরো ৭-৮জন কৃষকের টমোটো, মরিচ, ফুলকপি ও ধান ক্ষেতের ফসল গুড়িয়ে দিয়েছে বন্যহাতি দুটি। এতে এলাকার এসব কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করছেন কৃষক খোরশেদ আলম।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়ার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসীম উদ্দিন বলেন, লোকালয়ে বন্যহাতি ঢুকে পড়ার খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে রিংভং বনবিট কর্মকর্তা শাহআলমের নেতৃত্বে বনকর্মীদের পাঠানো হয়। পরে বিকেলে সাড়ে তিনটার দিকে ফাঁকা গুলি বর্ষণ করে লোকালয়ের ক্ষেত থেকে হাতি দুটি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফাসিয়াখালী রেঞ্জের রিংভং বনবিট কর্মকর্তা শাহ আলম বলেন, বনাঞ্চলে প্রতিনিয়ত বৃক্ষনিধন ও জনবসতি গড়ে উঠার কারনে বর্তমানে হাতির আবাসস্থল বিলুপ্ত হচ্ছে। একই সাথে খাদ্য সংকটও দেখা দিয়েছে। এ অবস্থার কারনে মুলত বন্যহাতির পাল লোকালয়ে ঢুকে পড়ছে। তিনি বলেন, ঘটনাটি জানার পর শনিবার সকালে প্রথমে আমরা ঘটনাস্থলে গিয়ে জনগনের সহায়তায় হাতি দুটি সরিয়ে নিতে চেষ্টা করি। কিন্তু দীর্ঘ ৮ঘন্টা ধরে হাতি দুটি ফসলের ক্ষেতের উপর দাঁিড়য়ে থাকে। এরপর বিকেলে আমরা পরপর ৪রাউন্ড ফাঁকা গুলি করতে করতে অবশেষে হাতি দুটিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হই।

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে আটক!



ফাঁসিয়াখালী ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়ায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ইমন নামক এক যুবক।
পরে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়ে গভীর রাতে ছেড়ে দিয়েছে আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার জাফর আলম।
এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত প্রেমিকার আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে চলছে ক্ষোভ আর হতাশা।
ফাঁসিয়াখালী ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়ার বিদেশ প্রবাসী সাকের উল্লাহর কন্যা রুবি আক্তার প্রকাশ তাহেরা জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার কলাতলী সড়কের বেলা ভুমি কটেজের ম্যানেজার ইমনের সাথে মোবাইল যোগে তার পরিচয় ঘটে। এ পরিচয়ের সুত্র ধরে ইমন গত ৬ ডিসেম্বর রুবি আক্তারের বাড়ীতে আসে। ঐদিন রাতে আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার জাফর আলম সংগীয় কয়েকজন যুবককে নিয়ে রুবি আক্তারের বাড়ী থেকে ইমনকে আটক করে আনসার ভিডিপির কার্যালয়ে নিয়ে যায়।
৮ ডিসেম্বর উভয়পক্ষের আত্মীয় স্বজনের উপস্থিতিতে দু’জনের বিয়ে সম্পন্ন করার কথা দিয়ে যুবক ইমনকে আনসার ভিডিপি কমান্ডার জাফরের বাড়ীতে নিয়ে যায়। ঐদিন রাতে ইমনের মুল্যবানের মোবাইল সেট সহ মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রেমিকা রুবি আক্তারের পরিবারের অজান্তে তাকে ছেড়ে দেয়।
এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসীল মাঝে দেখা দেয় ক্ষোভ আর হতাশা।
এদিকে উক্ত ওয়ার্ডের ইউ,পি সদস্য নুরুল আবছারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাফরের আওতা থেকে যুবকটিকে ছেড়ে দেয়ার ঘটনা শুনে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।
চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সাথে জানান, এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত না করে আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডার জাফর এ ঘটনায় হস্তক্ষেপ করায় আইনত অবৈধ। তিনি আরো জানান, ইতিপূর্বেও কমান্ডার জাফর বহু অপকর্ম করেছে। যেহেতু তার শাস্তির দাবী করছি।

২২ দিন পর ফেইসবুক খুলল

ফেইসবুক খুলে দেওয়ার দাবিতে শুক্রবার রাজধানীর শাহবাগে মানববন্ধন।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার বেলা দেড়টায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে। জনগণের জন্য ফেইসবুক খুলে দিচ্ছি।”
তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানান তিনি।
এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে এখনই ফেইসবুক খুলে দিতে নির্দেশ দেন।
দুই বিদেশি নাগরিক হত্যা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলার ঘটনার পর জঙ্গি ও সন্ত্রাসীদের যোগাযোগের পথ বন্ধ করতে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেইসবুক বন্ধ করে দেওয়া হয়।
একই সময়ে বন্ধ করা হয় মোবাইল ফোনের অ্যাপ ফেইসবুক ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ। আর বিটিআরসির নির্দেশে এ কাজটি করতে গিয়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন থাকে বাংলাদেশ।
‘বৃহত্তর স্বার্থে’ এই কষ্ট মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী তারানা হালিম সেদিন বলেছিলেন, “দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।”
অবশ্য সরকারের ওই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি তরুণদের অনেকেই। ফেইসবুকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগের সব মাধ্যম দ্রুত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশও হয়েছে দেশের বিভিন্ন স্থানে।
অবশ্য এই সময়ে বিকল্প পথে অনেকেই ফেইসবুক ব্যবহার করেছেন, যার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে সবাইকে সতর্কও করেছেন তারানা।
অবশ্য তরুণদের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এদের কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাবে না।  

ডাকাত সন্দেহে ৮ জনকে পিটিয়ে হত্যা



বৃহস্পতিবার ভোরে উপজেলার পুরিন্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান।
তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। জনতার হাতে আটক সন্দেহভাজন আরেক ডাকাত সদস্যকে থানায় নেওয়া হয়েছে।     
তবে নিহত কারও নাম-পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
স্থানীয়দের বরাত দিয়ে এএসপি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ‘একদল ডাকাত’ পুরিন্দাবাজারের দুই নৈশপ্রহরীকে বেঁধে ফেলে ব্যবসায়ী এম এ গফুর ভূঁইয়ার ‘ভাই ভাই স্টোরের’ তালা ভেঙে চালের বস্তা ট্রাকে তুলতে থাকে।
“এক পর্যায়ে এক নৈশ প্রহরী পালিয়ে স্থানীয়দের খবর দিলে এলাকার লোকজন পুরিন্দা বাজার জামে মসজিদের মাইকে ডাকাত পড়ার ঘোষণা দেয়। তখন জনতা এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে এবং তাদের পিটুনিতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।”
বাজারের নিরাপত্তা প্রহরী জামান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে করে এসে কয়েকজন বলে,  ভাই ভাই দোকানের চাল এসেছে, তাদের সাহায্য করতে হবে।
এক পর্যায়ে ডাকাতরা গলার মাফলার ও রশি দিয়ে তাকে এবং আরেক নিরাপত্তা প্রহরী মোতালবকে বেঁধে ফেলে এবং আড়তের তালা ভেঙে ট্রাকে চাল তোলা শুরু করে।  
পরে ‘কৌশলে’ হাত-পায়ের বাঁধন খুলে জামানই এলাকাবাসীকে খবর দেন।
মোতালেব বলেন, “আমার লগের গার্ড ছুইট্টা গিয়া জনগণরে খবর দিছে। হেরাই আমারে পরে ছুটাইছে।”
‘ডাকাতরা’ ততক্ষণে প্রায় দেড়শ বস্তা চাল ট্রাকে তুলে ফেলেছিল বলে জানান তিনি।
সকালে ঘটনাস্থলে গিয়ে ওই আড়তের পাশেই কাচ ভাঙা অবস্থায় অর্ধেক বোঝাই ট্রাকটি দাঁড় করিয়ে রাখা অবস্থায় দেখা যায়।
ডাকাতি ও গণপিটুনির খবর পেয়ে সকালে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ ওই আড়ত ও আশেপাশে ভিড় করে।
স্থানীয় এক বাসিন্দা জানান, জনতা ধাওয়া দিলে তিন ‘ডাকাত’ বাজারের পাশের পুকুরে পড়ে যায়। সেখান থেকে তুলে তাদের পিটিয়ে মারা হয়। বাকিরা বাজারের পাশে ও কাছের একটি কিন্ডার গার্টেন স্কুলের সামনে গণপিটুনির শিকার হয়।
আরও লাশ আশপাশের ডোবায় পড়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন কেউ কেউ। তবে ‘ডাকাতরা’ ঠিক কতজন ছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। 
আড়ত মালিক গফুর বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে আমারে ফোন দিয়া কইল দোকানের তালা ভাইঙ্গা ডাকাতি হইতেছে। আমি নামাজ পইড়া আইসা দেখি এই অবস্থা।”
কিছুদিন আগে মাইলখানেক দূরে তার মামার দোকানেও এভাবে ডাকাতি হয়েছিল বলে জানান গফুর।
“তখন লোকজন আমারেও সাবধান হইতে বলছিল। কিন্তু আমি গুরুত্ব দেই নাই।”
ব্যক্তিগত শত্রুতা থেকে আড়ত লুটের চেষ্টা হয়েছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, “এইটা ডাকাতি। আমার তেমন কোনো শত্রু তো নাই।”

ফেইসবুকে মুসলিমরা সবসময় স্বাগত: জাকারবার্গ



ফেসবুক খুলে দিলো সরকার







জনপ্রিয় সামাজিক গণমাধ্যম ফেসবুক খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পেলে অন্যান্য অ্যাপসও খুলে দেয়া হবে। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তারানা হালিম বলেন, ‘সরকারের নির্দেশনায় ১:৩৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে। ভাইবার এবং হোয়াটস্যাপ বন্ধ থাকবে বলেও জানান তারানা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এসব অ্যাপসও খুলে দেয়া হবে জানান তিনি। ফেসবুক বন্ধ রেখে আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফেসবুক কর্তৃপক্ষকে আলোচনার জন্য একটি চিঠি লেখে। সেই চিঠিতে সাড়া দিয়ে ঢাকা আসেন ফেসবুকের দুই কর্মকর্তা- এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি ম্যানেজার দিপালী লিবার হেন এবং রাজনৈতিক ও আইন উপদেষ্টা বিক্রম লাং। তাদের সঙ্গে গত ৬ ডিসেম্বর বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সহসাই ফেসবুক খুলে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

‘আমি দুধে ধোয়া নই’ খন্দকার মাহবুব



Mahabub11449554909একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে জামায়াতে ইসলামীর সহযোগিতার বিষয়ে কথা বলতে গিয়ে মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মঙ্গলবার আদালতে নিজেকে নিজামী হিসেবে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি দুধে ধোয়া নই।’
আপিল বিভাগে যুক্তি খণ্ডনের সময় প্রধান বিচারপতি নিজামীর আইনজীবীদের উদ্দেশে বলেন, একাত্তর সালে জামায়াতের এবং তাদের নেতাদের কর্মকাণ্ড দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এ সময় খন্দকার মাহবুব বলেন, তখন পাকিস্তানের অখণ্ডতা রক্ষায় রাজনৈতিক বিশ্বাস থেকে জামায়াতে ইসলামী পাকিস্তানের পক্ষ নিয়েছিল। আর নিজামী ওই দলের কর্মী হিসেবে রাজনৈতিক বিশ্বাস থেকে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন। নিজামী দুধে ধোয়া নন।
একপর্যায়ে খন্দকার মাহবুব আদালতে নিজেকে নিজামী হিসেবে উপস্থাপন করে বলেন, ‘আমি (নিজামী) দুধে ধোয়া নই।’
তিনি আরো বলেন, ‘যা করেছে পাকিস্তানিরা। আমি (নিজামী) ছিলাম ২০ বছরের এক যুবক। আমার কথায় কি পাক আর্মিরা মানবে?’
এর আগে যুক্তিতর্কের সময় খন্দকার মাহবুব একাত্তরে নৃশংস ঘটনার কথা স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, এসব অপরাধে তার মক্কেল নিজামী জড়িত নন। তারপরও আদালত যদি কোনো অভিযোগে নিজামীকে অভিযুক্ত করেন, তাহলে বয়স বিবেচনায় তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার অনুরোধ জানান খন্দকার মাহবুব।

টৈটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ গ্রেফতার


arrestমোহাম্মদ হাসেম, পেকুয়া:
পেকুয়ার টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
৮ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কলেজগেইট চৌমুহনী ষ্টেশনের ভাই ভাই মার্কেটের ২য় তলার বিডিআর জাহাঙ্গীরের অফিস থেকে তাকে গ্রেফতার করে।
মো. শহিদুল্লাহ টৈটং ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।
পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া তাকে একটি জিআর মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন।

ভুল করে ভুল মেসেজ পাঠালে কী করবেন


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

 অনেক সময় ভুল নম্বরে মেসেজ (SMS) যেতে পারে। আবার সঠিক মানুষের কাছে ভুল মেসেজ যেতে পারে। এমন ভুল হয়ে গেলে কী করবেন?
এমন ভুল হলে মেসেজটি পাঠানোর সাথে সাথে ফোনটি airplane মোডে নিন। একটু পরে মেসেজ ডেলিভারি ফেইলড দেখাবে। এবারে এটি ডিলিট করে দিন। ব্যস হয়ে গেল!

চিটাগংকে বিদায় করে উজ্জ্বল ঢাকা


ঢাকা: ধারাবাহিক পরাজয়ে বিদায় প্রায় নিশ্চিত ছিল আগে থেকেই। তবে কাগজে-কলমে ছিল কিছু সম্ভাবনা। শেষ পর্যন্ত তাও শেষ হয়ে গেল মঙ্গলবার। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসাবে বিদায় নিয়েছে চিটাগং ভাইকিংস। 
অথচ তারকা খেলোয়াড়ের অভাব ছিল এই দলে। অধিনায়ক তামিম থেকে শুরু করে এনামুল হক বিজয়, তিলকরত্নে দিলশান, মোহাম্মদ আমিররা ছিলেন দলে। কিন্তু নয় ম্যাচে জয় মাত্র দুটি, পয়েন্ট চার। এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিতে হলো তামিম শিবিরকে। অন্যদিকে চিটাগংয়ের বিরুদ্ধে দারুণ এই জয়ে শেষ চারে খেলার সম্ভাবনা আরও জোড়ালো করল ঢাকা ডায়নামাইটস। আট ম্যাচে চার জয়ে আট পয়েন্ট তাদের। তালিকায় চতুর্থ অবস্থান সাঙ্গাকারা-মুস্তাফিজদের।
দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ছে ঢাকা শিবির
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান সংগ্রহ করে ঢাকা ডায়নামাইটস। লক্ষ্যটা ছোট হলেও পারেনি চিটগাং। শুরু থেকেই ধুঁকতে থাকা চিটাগং ১৬.৫ ওভারে অলআউট মাত্র ৭৬ রানে। ইনজুরির কারণে চিটাগংয়ের হয়ে ব্যাট করতে পারেননি জিয়াউর রহমান। 
ব্যাট করতে নেমে ৬১ রানের মধ্যেই চিটাগং হারায় আটটি উইকেট। মূলত তখনই শেষ হয়ে যায় ম্যাচ। নির্ধারিত হয় জয়-পরাজয়ের গতিবিধি। টপ অর্ডারের চার ব্যাটসম্যানই আউট হয় দশ রানের নিচে। একে একে সাজঘরে ফিরেছেন দিলশান (৪), তামিম (৮), ইয়াসির আলী (২), এনামুল হক (৯)।
দারুণ জয়ে উচ্ছ্বসিত ঢাকা ডায়নামাইটসের ভক্ত-অনুরাগীরা
পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানের উমর আকমল ধরে খেলার চেষ্টা করেও ব্যর্থ। ২২ বলে ১৪ রান করে মোশাররফ হোসেনের শিকার হন তিনি। পরে বিদায় নেন ইলিয়াস সানিও। ১২ বলে ১০ রান করা সানিও আউট হন মোশাররফের বলে।
একটু পর আবারো মোশাররফের জোড়া আঘাত। বিদায় করেন চিটাগংয়ের দুই পেসার মোহাম্মদ আমির ও শফিউল ইসলামকে। দুজনেরই সাজঘরে ফেরেন শূন্য রানে। শেষের দিকে বিলওয়াল ভাট্টি ১১ রান করলেও তা যথেষ্ট ছিল না। বিলওয়ালকে আউট করেই জয়ের উচ্ছ্বাসে মাতেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান, সঙ্গে গোটা ঢাকা শিবির। চার রানে আসিফ হাসান থাকেন অপরাজিত।
ঢাকার হয়ে বল হাতে এদিন আলো ছড়িয়েছেন মোশাররফ হোসেন। চার ওভার বল করে রান দিয়েছেন ১৬। তবে উইকেট নিয়েছেন চারটি। খুব একটা পিছিয়ে ছিলেন না কাটার মাস্টার মুস্তাফিজও। ২.৫ ওভারে সাত রান দিয়ে তিনি নেন দুটি উইকেট। আবুল হাসান ও ইয়াসির আলী নেন একটি করে উইকেট।

পরিস্থিতি অনুযায়ী নির্বাচন বর্জনের সিদ্ধান্ত: ফখরুল

ঢাকা: পরিস্থিতি বিবেচনা করে পৌর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেবে বিএনপি। কৌশলগত কারণে এরকম সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে পৌনে ১২টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌর নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমরা জানি পৌর নির্বাচন অবাধ সুষ্ঠ হবে না। প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কেন নির্বাচনে যাচ্ছি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি।’
পৌর নির্বাচন নিয়ে আশঙ্কা কেন এমন প্রশ্নের জবাবে হাস্যোজ্জল ভঙ্গিতে ফখরুলের জবাব ‘আমাদের অতীত অভিজ্ঞতা, বিগত ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সিটি করপোরেশন নির্বাচনের অভিজ্ঞতা থেকে বুঝা যায় এ নির্বাচন সুষ্ঠ হবে না।’
সিটি কর্পোরেশন নির্বাচনের মতো মাঝ পথ থেকে বিএনপি সরে দাঁড়াবে কি না এরকম প্রশ্নের জবাবে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এটা রাজনৈতিক দলের কৌশল। সময় এবং পরিস্থিতি বিবেচনা করে এধরনের সিদ্ধান্ত নেয়া হয়।’
এসময় রাজবন্দীদের দ্রুত মুক্তির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মজিবর রহমান সরোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারী প্রমুখ।

মাজার জিয়ারত করেই ধারালো অস্ত্র নিয়ে ছাত্রলীগের মহড়া


বাংলামেইল২৪ডটক


সিলেট : জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা নগরীতে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। মঙ্গলবার বাদ আছর নেতাকর্মীরা এ মহড়া দেয়। 
এর আগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নেতারা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দু’টি পৃথক মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত বেশকিছু নেতাকর্মীর হাতে ছিল ধারালো অস্ত্র।
দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একাংশ এবং তাদের অনুসারীরা হয়রত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়।

অস্ত্র হাতে মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে আরেকটি মিছিল নগরীর টিলাগড়ে গিয়ে শেষ হয়। ওই মিছিলেও নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্র ছিল।
এদিকে গতকাল সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটির একাংশ। এছাড়াও সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে নগরীতে ঝাড়ু মিছিল করা হয়। 

চকরিয়ায় কালভার্ট নির্মাণ কাজে বাঁধার জের, কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতার দুই পরিবারের মধ্যে সংর্ঘষ, আহত ২০

চকরিয়ায় কালর্ভাট নির্মাণ কাজে বাঁধা দেয়ার জের ধরে পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতার পরিবার এবং সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় দুই পক্ষেরমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ২০জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।



গতকাল সোমবার বিকেলে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকায় কাউন্সিলর নুর হোসেনও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন গংয়ের মধ্যে ঘটেছে এ সংঘর্ষের ঘটনা।উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ সুত্র জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন পৌরসভার ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আমির হোসেন (৫৫), তার ছেলে চকরিয়া পৌরসভার বাতি পরিদর্শক রাজিবুল মোস্তাফা (৩৫), কুতুবদিয়া কলেজের প্রভাষক সায়েম রেজা মনির (২৬), মোহাম্মদ হানিফ(২১) ভাতিজা সেলিম উদ্দিন (৩৮), তার শিশু ছেলে ফয়সাল উদ্দিন বাবু (৭), রাজা মিয়া (২৫), মো.রাসেল (৩০), নুরুল কবির(৩৮), শহিদুল ইসলাম(১৮), জাফর আলম (৪৪), নুরুল কবির(১৭), জনুয়ারা বেগম (৪০), রাশেদা আক্তার(৩০), সেতারা বেগম(২৫), সোনিয়া (৭), সাইদুল ইসলাম(১৬), চুন্নি আক্তার (১০)। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে দুটি দাঁত ভেঙে যাওয়া রাজিব ও চোখে আঘাত প্রাপ্ত মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
স্থানীয় লোকজন জানায়, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাজারপাড়া সড়কের পাশে কিছুদিন আগে সেতু লাগোয়া ক্রয়কৃত জায়গায় স্থাপনা নির্মাণ করতে যান কাউন্সিলর নুর হোসেন । ওইসময় স্থানীয় লোকজন পানি চলাচলের পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেন । এরই প্রেক্ষিতে সোমবার সকালে ইউএনও মো. সাহেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে পানি চলাচল পথ রাখার জন্য কাউন্সিলরকে নির্দেশ দেন । স্থানীয় লোকজন জানান, এদিন বিকেলে কাউন্সিলর নুর হোসেনের লোকজন পানি চলাচলের পথ জায়গা রেখে ফের কালভার্ট নির্মাণ কাজ করছিলেন ।
ওইসময় পৌরসভার বাতি পরিদর্শক রাজিবুল মোস্তাফা ঘটনাস্থলে পৌঁছে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে কালর্ভাট নির্মাণ কাজটি বন্ধ রাখতে নির্দেশ দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে । পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার জমির মাথাখিলা জায়গায় আমি সীমানা প্রাচীর দিয়ে ঘেরাও করেছি । এতে আমির হোসেন মেম্বার ক্ষেপে যায় । সোমবার ইউএনও স্যার ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার পর আমির হোসেনের ছেলে রাজিব কালর্ভাট নির্মাণ কাজে বাঁধা দিলে ঘটনার সুত্রপাত হয় । চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, কাউন্সিলর নুর হোসেনের ভাই যুবদল নেতা জয়নাল চলাচল পথ ও কালভার্ট দখল করেছে। ওই কাজটির বিপক্ষে ছিলেন এলাকার লোকজন। মুলত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন এই কাজে বাঁধা দেওয়ায় তাঁদের ওপর হামলা করেছে । চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি । হাসপাতালে চিকিৎসারত আহতদের দেখেছি। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তিনি বলেন, সংঘর্ষের এ ঘটনায় থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এদিকে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পৌরসভার বাতি পরিদর্শক রাজিবুল মোস্তাফা গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা- কর্মচারী পরিষদ। এক বিবৃতিতে পৌরসভার সচিব মাস- উদ মোরশেদ, পৌরসভার কর্মকর্তা- কর্মচারী পরিষদের সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন সহ পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহনে প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় পৌরসভার কর্মকর্তা- কর্মচারী পরিষদের উদ্যোগে কঠোর কর্মসুচী পালনের ঘোষনা দেন নেতৃবৃন্দ। এ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

কম বয়সে বিয়ে করার ৬টি সুফল



বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেকেই বলবেন বিয়ে এবং সম্পর্ক আসলে কি তা বুঝে তবেই বিয়ের সিদ্ধান্ত গ্রহন করা উচিত। আর এই সঙ্গে অর্থনৈতিক বিষয়ও জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না। কিন্তু সত্যি বলতে কি, দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত কিন্তু বেশ ভালো বুদ্ধিমানের মতো কাজ। বয়স একটু কম থাকলেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, এতে জীবনটা অনেক বেশিই সহজ মনে হবে আপনার কাছে। অনেক ধরণের সমস্যা থেকে অনায়াসেই মুক্ত থাকতে পারবেন। কীভাবে জানতে চান? পড়ুন-
১) আপনি যদি বয়স ৩০ পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ও ঘনিষ্ঠ হবে না। ব্যাপারটি বরং এমন হবে বিয়ে করার কথা তাই বিয়ে করেছি। এ কারণে আগেই বিয়ে করে ফেলা ভাল, যখন আবেগ কাজ করে অনেক।
২) বেশি বয়সে বিয়ে করলে স্বামী-স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? বছর ঘুরতে না ঘুরতেই সন্তানের দায়িত্ব ঘাড়ের উপর এসে পড়ে। আর একবার সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো আর হয়ে উঠে না। কিন্তু অল্প বয়সেই বিয়ে করে ফেললে সঙ্গীর সঙ্গে অনেকটা সময় পাওয়া যায়। এতে সম্পর্ক অনেক ভাল ও মধুর থাকে।
৩) 'একজনের চেয়ে দুজন ভাল' -বিষয়টি নিশ্চয়ই না বোঝার কথা নয়। একাই সুখ দুঃখ ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। অল্প বয়সেই বিয়ে করলে দুজনের জীবনের সবকিছুই ভাগ করে নেওয়া যায় বলে মানসিক চাপটাও কম পড়ে।
৪) সন্তানের জন্য খুব ভালো মাতা-পিতার উদাহরণ হতে পারবেন যদি বিয়ে আগে করে ফেলেন। সত্যি বিষয়টি কেউ মানুন আর নাই মানুন না কেন মানুষের গড় আয়ু কিন্তু কমে এসেছে। আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে এবং আপনার মানিসকতাও কিন্তু দিনকে দিন নষ্ট হতে থাকবে।
৫) দুর্ঘটনাবশত অনেকেই বিয়ের সিদ্ধান্ত ঠিক নিতে পারেন না। তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে। যদি অল্প বয়সে বিয়ে হয়ে অল্পেতেই ভেঙে যায় তাহলে জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায় যা দেরিতে বিয়ে করলে পাওয়া সম্ভব হয় না।
৬) এগুলো তো গেল সিরিয়াস বিষয়, এখন শুনুন আগে ভাগে বিয়ে করে ফেলার একটু অন্যরকম সুবিধাগুলো। আগে বিয়ে করে ফেললে আপনার কাছে এসে কেউ ‘কেন বিয়ে করছ না’, ‘কবে বিয়ে করবে’, ‘বয়স বেড়ে যাচ্ছে’, ‘কাউকে পছন্দ আগে কি’ ইত্যাদি ধরণের বিরক্তিকর কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

ফেলে দেয়া জিনিস থেকে বানিয়ে নিন টেবিল ফ্যান



ফেলে দেয়া কিংবা পুরনো বাতিল জিনিসপত্র ঘরের বোঝা। কিন্তু এই বাতিল জিনিস থেকেই বানিয়ে নিতে পারেন টেবিল ফ্যান। আর বানানোর প্রক্রিয়াটাও সহজ। হাতের কাছেই মেলে এই উপকরণ।


যা যা লাগবে  
পুরনো প্লাস্টিকের বোতল
ছুরি/কাঁচি
মোমবাতি
মোটর
ব্যাটারি
যেভাবে করবেন
প্রথমে বড় একটা প্লাস্টিকের বোতল মাঝ বরাবর কেটে নিন। এরপর বোতলের ছিপি যে অংশ কাঁচি দিয়ে কেটে তিন পাখা বানান। (ভিডিও দেখে নিন)। পাখাগুলো বাকিয়ে নিন। মোমবাতি জ্বালিয়ে পাখাগুলো নির্দিষ্ট শেপে আনুন।এরপর ছিপির মাঝ বরাবর ফুটো করুন। এই ফুটো ছোট্ট একটা মোটর বসান। ককশিটকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। কিংবা আপনার প্রয়োজন মত যেকোনো স্ট্যান্ডে বাসাতে পারেন এই মোটরটি। এবার তিন থেকে ছয় ভোল্টের ব্যাটারি সংযোগ দিয়ে গায়ে লাগান ঠাণ্ডা বাতাস।

ফেসবুকে নজরদারি করতে যন্ত্র কেনা হচ্ছে

ইন্টারনেটে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নজরদারি বাড়াতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এই সিস্টেম যুক্ত হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সব ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার  বিকেলে সংরক্ষিত নারী আসন-৩৩ আসনের সাংসদ ফিরোজা বেগমের (চিনু) প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অধিবেশনে এ কথা বলেন।

মন্ত্রী জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড, বিভ্রান্তিকর তথ্য দেয়া, গুজব ছড়ানোসহ হয়রানি বন্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে আমাদের ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার জন্য ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। 
তারানা হালিম বলেন, ‘বিটিআরসির ওয়েবসাইট, ২টি ই-মেইল এবং মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক ও ওয়েসাইট সম্পর্কিত অভিযোগ গ্রহণসহ তা নিষ্পত্তির ব্যবস্থা করা হয়।’