পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬

পেকুয়ায় শিশু অপহরণের ভয়ে চিন্তিত অভিবাক সমাজ।

পেকুয়ায় হঠাত করে শিশু অপহরণকারীদের চলাফেরা বেড়ে যাওয়ায় মারাত্মকভাবে ঝুঁকিতে রয়েছে অভিবাকরা এমনটিই জানিয়াছেন স্থানিয়রা। 


প্রতিদিন ছেলে-মেয়েদের স্কুল কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পাঠানোর সময় বাবা মা সহ পুরু অভিবাক সমাজ এখন একধরণের আতঙ্কিত অবস্থায় থাকেন। ছেলে মেয়েরা ঘরে ফিরে আসবে নাকি অন্য ছেলেদের মত অপহরণকারীদের কবলে পড়ছেন। সম্প্রতি পেকুয়ার টইটং ইউনিয়নের সোনাইচড়ী, বনকান এবং শিলখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে এরকম ঘটনা সংঘঠিত হওয়ায় পুরো উপজেলার মানুষ খুবিই চিন্তিত বলে জানান অভিবাক মহল। স্থানিয়রা জানান, পোয়া ধরণীরা (অপহরণকারী) খাবারের সাথে চেতনাসক ওষুধ দিয়ে অজ্ঞান করে এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে সিএনজি ও অন্যান্য গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে এসব শিশুদের। এপর্যন্ত দু'তিন দল অপহরণকারী চক্রকে গণপিঠোনীও দিয়েছে বলে জানান তারা।